---Advertisement---

বর্ধমানে চোলাই মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের, উদ্ধার চোলাই সহ উপকরণ

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বৃহস্পতিবার সকালে বিশেষ খবরের ভিত্তিতে বর্ধমান সদর আবগারী দপ্তর চোলাই মদের ডেরায় অভিযান চালালো। হানায় উদ্ধার হয়েছে ৮০ লিটার চোলাই মদ, ১৭২০ লিটার চোলাই মদ তৈরি করার উপকরণ, অ্যালুমিনিয়াম হাড়ি ১১টি, ১টি

বিজ্ঞাপন
গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাস ওভেন এবং ৩০ কেজি চিটাগুড়। 
আবগারী দপ্তর সূত্রে জানা গেছে, এদিন বর্ধমানের বিজয়রাম কুঁড়েপাড়া, কেশরাপাড়া, হারিনারায়নপুর প্রভৃতি এলাকায় হানা দেওয়া হয়। আর এখান থেকেই প্রচুর পরিমাণ মদ তৈরীর উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। একটি কেসও রুজু হয়েছে। এদিন এই হানাদারীর নেতৃত্বে ছিলেন বর্ধমান সদর আবগারী দপ্তরের আইসি দ্বিপায়ন সিনহা সহ অন্যান্যরা। দ্বিপায়ন সিনহা জানিয়েছেন, এর আগেও এই এলাকায় অভিযান চালানো হয়েছিল। এই ধরণের অভিযান লাগাতার চলবে।

See also  ইচ্ছে করলেই পাঁচ মিনিটে নিশ্চিহ্ন করে দিতে পারতাম সিপিএম কে, মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিলনা তাই - খোকন দাস
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---