---Advertisement---

বর্ধমানে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টারের পিছনে ধাক্কা মোটর সাইকেলের, মৃত এক

Souris Dey

Published

বিজ্ঞাপন

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ফের তেলিপুকুরের কাছে জাতীয় সড়কের ফ্লাই ওভারের উপর ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক বাইক আরোহীর। প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫মিনিট নাগাদ তেলিপুকুরের কাছে ফ্লাই ওভারের উপর একটি আলু বোঝাই ট্রাক্টার বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। সেই সময় দুর্গাপুরের দিক থেকে এক ব্যক্তি এবং এক মহিলা মোটরসাইকেলে কলকাতার দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। জানা গেছে, দুজনে সম্পর্কে স্বামী স্ত্রী। তারা পানাগর থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন।

 ফ্লাই ওভারের নিচ থেকে উপরের দিকে ওঠার সময় আচমকাই তাদের গাড়ির সামনে ট্রাক্টারটি পরে যাওয়ায় সরাসরি ট্রাক্টারের পিছনে ধাক্কা মারে বাইকটি। ঘটনাস্থলেই বাইক আরোহী ব্যক্তির মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাইকের অন্য আরোহী মহিলা, বয়স ৩৫, তাকে দ্রুত উদ্ধার করে অনাময় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বর্ধমান থানার পুলিশ। পুলিশ ট্রাক্টারটি মালিক, চালক সহ গাড়িটিকে আটক করেছে। এখনো মৃত এবং আহত ব্যক্তিদের পরিচয় জানতে পারা যায়নি।

ট্রাক্টারটি মালিক জানিয়েছেন, ফ্লাই ওভারের উপর উঠতেই গাড়ির পিছনের একটি চাকা ফেটে যাওয়ায় গাড়ি দাঁড় করিয়ে চাকটিকে মেরামত করার জন্য পাঠানো হয়েছিল। সেই সময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে পিছন থেকে এসে ট্রাক্টারের পিছনে ধাক্কা মারে। যদিও ট্রাক্টারটি কোনো বৈধ কাগজ পুলিশ কে দেখাতে পারেননি ওই ট্রাক্টার মালিক। এই দুর্ঘটনার পর জাতীয় সড়কে নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় এলাকাবাসী।

See also  বিয়ের ৪ মাস পর রূপশ্রী প্রকল্পের আবেদন, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন মেমারীর বিডিও
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---