---Advertisement---

বর্ধমানে জাতীয় সড়কে দুর্ঘটনা, মর্মান্তিক পরিণতির হাত থেকে বেঁচে গেলেন চারজন যাত্রী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান থানার চান্ডুল মোড়ের কাছে জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন একটি চার চাকা গাড়ির চারজন আরোহী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গাপুরের দিক থেকে ২নং জাতীয় সড়ক ধরে কলকাতার দিকে যাওয়ার সময় চান্ডুল মোড়ের কাছে একটি দক্ষিনবঙ্গ পরিবহন সংস্থার বাস আচমকাই ব্রেক মারলে পিছনে থাকা একটি চারচাকা গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে ব্রেক মারে। সেই সময় পিছন থেকে একটি মাল বোঝাই লরি সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটির পিছনে। 

বিজ্ঞাপন

চারচাকা গাড়িটি এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে সামনের সরকারি বাসের পিছনে। গাড়িটির সামনের অংশ বাসের পিছনে ঢুকে যায়। চলন্ত অবস্থায় বাসটি পিছনে আটকে থাকা গাড়িটিকে ছেচড়ে বেশ কিছুটা এগিয়ে যায়। স্থানীয় মানুষ দ্রুততার সঙ্গে বাসটিকে দাঁড় করিয়ে চার চাকা গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। এরমধ্যে গাড়িতে থাকা এক ব্যক্তির নাকে গুরুতর চোট লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে দুর্ঘটনার পরই জাতীয় সড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় এক হোটেল মালিক প্রীতম সাহা জানিয়েছেন, মর্মান্তিক এক পরিণতির হাত থেকে বেঁচে গেছেন চারচাকার আরোহীরা।

See also  প্রতিদিন বাড়ছে চাহিদা, বাজারে আকাল অক্সিজেন সিলিন্ডারের, আতংক বাড়ছে জেলা জুড়ে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---