ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ১৪ দফা দাবীকে সামনে রেখে বর্ধমানের বর্ধমান জেলা স্বল্প সঞ্চয় এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা লাগাতার তিনদিন সমস্ত কাজ বন্ধ রেখে আন্দোলনে নামল। বর্ধমান মুখ্য ডাক ঘরে ২০-২২ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন এজেন্টরা।
এদিন এজেন্টরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে বর্ধমান মুখ্য ডাকঘর সহ প্রায় ২২টি শাখা ডাকঘরেও একই অবস্থা। ফলে তাঁরা পড়েছেন চরম সমস্যায়। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তা জমা দিতে পারছেন না তাঁরা। এজেন্টরা জানিয়েছেন গড়ে প্রতিদিন ৫-৭ কোটি টাকা জমা পড়ে বিভিন্ন প্রকল্প খাতে। কিন্তু লিংক না থাকা সহ ডাকঘর কতৃপক্ষের অব্যবস্থার জেরে তাঁরা সংকটের মুখে পড়েছেন।
এদিন এক গ্রাহক ভাস্কর চৌধুরী বলেন, তাঁর একটি জমা প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হয়েছে গত জুলাই মাসে। কিন্তু মুখ্য ডাকঘরে ইন্টারনেট সমস্যা থাকায় ফিরে যেতে হচ্ছে দিনের পর দিন। তিনিও বলেন সরকারী ভাবে গাফিলতির জন্য এই সমস্যায় ভুগতে হচ্ছে।এজেন্টরা জানান,আগামীদিনে কোনো সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।