বর্ধমানে টিফিনের খরচ বাঁচিয়ে ভাঁড়ে জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান ছাত্রের

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: মহামারী করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে অসহায়, দুঃস্থ মানুষদের পাশে যেমন একদিকে দাঁড়িয়েছে সরকারি, বেসরকারি সংস্থা, অন্যদিকে বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী সকলেই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার রীতিমত টিফিন খরচের টাকা বাঁচিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে লক্ষীর ভাঁড়ে জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল এক স্কুল ছাত্র।
শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতীর হাতে দুটি পয়সার ভাঁড় তুলে দিলো গলসির লোয়া-সন্তোষপুর গ্রামের শিবম চট্টোপাধ্যায় নামে এক ছাত্র। পাশাপাশি ওই ছাত্রের বাবাও দান করলেন ১০ হাজার টাকা। মন্ত্রী স্বপন দেবনাথের হাত দিয়ে জেলাশাসকের হাতে তুলে দেওয়া হলো এই দান।
খোদ মন্ত্রী স্বপন দেবনাথও একজন ছাত্রের এহেন মানসিকতায় অভিভূত। ভূয়সী প্রশংসা করলেন শিবমের। শিবমের বাবা হিমাদ্রী চট্টোপাধ্যায় জানান, সাইকেল কিনবে বলে টিফিনের খরচ থেকে ওই টাকা বাঁচিয়ে ভাঁড়ে রাখত শিবম। করোন পরিস্থিতিতে মানুষের অসহায়তার কথা জানতে পেরে তা ত্রাণ তহবিলে দান করার কথা জানায়। অন্যদিকে, এদিন স্বপনবাবুর মাধ্যমে আইসিডিএস-এর সহায়িকা কর্মীরা তাঁদের অনুদান থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২ লক্ষ ৮৬ হাজার ৬৫০ টাকার চেক তুলে দেন জেলাশাসকের হাতে।