বর্ধমানে তরল কার্বন ডাই-অক্সাইড ভর্তি গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস লিকের ঘটনায় চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুত্রুবার ভোরে বর্ধমানের তেলিপুকুরের কাছে জাতীয় সড়কে একটি তরল কার্বন ডাই অক্সাইড ভর্তি গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস নির্গত হতে শুরু করায় আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। জানা গেছে, গ্যাস ট্যাঙ্কার টি উত্তরপ্রদেশের লৌখনৌ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। হঠাৎই বর্ধমানের তেলিপুকুরের কাছে ফ্লাই ওভারে ওঠার মুখে ট্যাঙ্কার এর চালক বুঝতে পারেন গ্যাস লিক করছে। 

বিজ্ঞাপন

সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে দেন চালক। প্রথমে চালক নিজেই ট্যাঙ্কার এর ভালব শক্ত করে আটকানোর চেষ্টা করেন। এরই মধ্যে স্থানীয় মানুষ দমকলে এবং বর্ধমান থানায় খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ততক্ষনে লিকিউড গ্যাস অনেকটাই বেরিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ে। চারিদিক ধোঁয়ায় ভরে যায়। 

দমকল দপ্তরের কর্মীরা গ্যাস ট্যাঙ্কার টিকে ঠান্ডা করার জন্য জল মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় দুর্গাপুর থেকে কলকাতাগামী এন এইচ-২ বেশ কিছুক্ষনের জন্য অবরুদ্ধ হয়ে পরে। পরে গ্যাস ট্যাঙ্কার টি এলাকা থেকে গন্তব্যের দিকে রওনা হয়ে গেলে পুলিশি হস্তক্ষেপে ফের যান চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন