ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রার্থী ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমান জেলায় শাসকদলের অভ্যন্তরে দলেরই একাংশের অসন্তোষ ক্রমশ চিন্তার ভাঁজ ফেলতে শুরু করেছে। দিকে দিকে প্রার্থী নিয়ে একদিকে যেমন অসন্তোষ ক্রমশই চওড়া হচ্ছে তেমনি তৃণমূল বিরোধী প্রার্থীদের দিকেই তাকিয়ে রয়েছে দলের একটা গুরুত্বপূর্ণ অংশ। ফলে দলের ঘোষিত প্রার্থীরা প্রচারের কাজ সারার ফাঁকেই রীতিমত দলের এই অন্তর্ঘাতের প্রশ্নে ক্রমশই সিঁদুরে মেঘ দেখছেন।
এবার দলীয় প্রার্থীকে পছন্দ নয় – এই বার্তা দিয়ে শুরু হয়ে গেল তৃণমূল থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। আর পূর্ব বর্ধমান জেলার রীতিমত হট সিট বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকেই শুরু হয়ে গেল এই ক্ষোভের বর্হিপ্রকাশ। মঙ্গলবারই পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের প্রবীণ এক জেলা সহ সভাপতির দায়িত্বে থাকা নেতা দলের উর্ধতন নেতৃত্বের কাছে তাঁর দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত লিখিত আকারে পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।