ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মী অশোক মাঝি খুনের ঘটনায় মূল অভিযুক্তদের মধ্যে শিবশংকর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও অধরা এফআইআরে নাম থাকা আরও দুই নেতা। আর সেই দুই নেতার মধ্যে আব্দুর রবকে শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের একাধিক অনুষ্ঠানে খোদ বিধায়কের পাশে স্বমহিমায় দেখতে পাওয়া নিয়ে গোটা শহর জুড়েই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে অপরাধে শিবশংকর ঘোষকে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেপ্তার করেছে সেই অপরাধে অভিযুক্তদের নামের তালিকায় থাকা আব্দুর রবের প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে রীতিমত সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে বিজেপি।
বিজেপির বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক কল্লোল নন্দন জানিয়েছেন, একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন। আর যাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে তারাই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কিভাবে। এমনকি খোদ দলের বিধায়ককের পাশে তাঁকে মঞ্চ আলো করে হাসিমুখে বসে থাকতেও দেখা যাচ্ছে। এতে দলই কলুষিত হচ্ছে। কল্লোল নন্দন জানিয়েছেন, অবিলম্বে পুলিশের উচিত তাঁকে গ্রেপ্তার করে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া।