ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে মঙ্গলবার বিকেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচার মিছিল থেকে তৃণমূলের পার্টি অফিসে হামলার অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল শহরের রসিকপুর এলাকায়। বিজেপি সমর্থকদের সংগঠিত হামলায় স্থানীয় তৃণমূলের একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর করা হয় বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে। হামলাকারীরা বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর চালায়। ভেঙে দেওয়া হয় একাধিক মোটর সাইকেল। হামলার ঘটনায় এক মহিলা সহ তিনজন আহত হয়েছে বলে এদিন অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক আব্দুল রব।
তিনি অভিযোগ করেছেন, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রসিকপুর এলাকাকে উত্তপ্ত করতে বিজেপির হার্মাদরা এদিন হামলা চালিয়েছে। তিনি জানিয়েছেন, ওরা মনে করেছেন অশান্তি সৃষ্টি করে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করবে। কিন্তু মানুষ সত্যিটা জানে। যারা ক্ষমতায় আসার আগেই সাধারণ মানুষকে আতঙ্কের পরিবেশ দেখাচ্ছে, তারা ক্ষমতায় আসলে কি করতে পারে সেটা সবাই বুঝতে পারছে। তৃণমূল হিংসার রাজনীতির পক্ষে নেই। তাই এদিন বিজেপির কয়েকটা হার্মাদ হামলা চালালেও তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিরোধ করা হয়নি। ১৭তারিখ এলাকার মানুষ এই হামলার জবাব ইভিএম এর বোতাম টিপে ওদের দিয়ে দেবে। মানুষ শান্তি চায়, অশান্তি নয়।