---Advertisement---

বর্ধমানে দুটি গোসাপ উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ড এর ভিতর মার্কেট কমপ্লেক্সের একটি গোডাউন থেকে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করল দুটি গোসাপ। এদের মধ্যে একটি পূর্নবয়স্ক এবং একটি বাচ্চা। বনবিভাগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এই বাসস্ট্যান্ড এলাকা থেকেই উদ্ধার হয়েছিল একটি গোখরো সাপ। মনে করা হচ্ছে এই গোসাপ যেহেতু গোখরো, চন্দ্রবোড়া সাপের ডিম এবং বাচ্চা খেয়ে নেয় তাই খাবারের সন্ধানে বন্ধ গোডাউনে এরা আশ্রয় নিয়েছিল। বনবিভাগের উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, যেহেতু পূর্ণবয়স্ক গোসাপের সঙ্গে বাচ্চাও উদ্ধার হয়েছে তাই হতে পারে এই এলাকায় আরো গোসাপ থাকতে পারে। 

বিজ্ঞাপন

বনদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েকমাসে বর্ধমান শহরে সাপের উপদ্রব লক্ষ্যনীয় ভাবে বেড়ে গেছে। শহরের বিভিন্ন জায়গা থেকে গড়ে প্রায় প্রতিদিন দু থেকে তিনটি গোখরো, চন্দ্রবোড়ার মতো বিষধর সাপ উদ্ধার হচ্ছে। পাশপাশি বেশ কয়েকটি গোসাপও উদ্ধার হয়েছে। সূত্রের খবর পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গোসাপ থাকা ভালো। এরা সাপের ডিম এবং বাচ্চা খেয়ে সমাজে সাপের উপদ্রব কমায়। এদিন গোসাপ দুটি উদ্ধারের পর রমনাবাগান জঙ্গলে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়।
See also  বর্ধমানে বাড়ি লাগোয়া চৌবাচ্চা থেকে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---