ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমানের আলিশা বাসস্ট্যান্ড এর ভিতর মার্কেট কমপ্লেক্সের একটি গোডাউন থেকে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করল দুটি গোসাপ। এদের মধ্যে একটি পূর্নবয়স্ক এবং একটি বাচ্চা। বনবিভাগ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এই বাসস্ট্যান্ড এলাকা থেকেই উদ্ধার হয়েছিল একটি গোখরো সাপ। মনে করা হচ্ছে এই গোসাপ যেহেতু গোখরো, চন্দ্রবোড়া সাপের ডিম এবং বাচ্চা খেয়ে নেয় তাই খাবারের সন্ধানে বন্ধ গোডাউনে এরা আশ্রয় নিয়েছিল। বনবিভাগের উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, যেহেতু পূর্ণবয়স্ক গোসাপের সঙ্গে বাচ্চাও উদ্ধার হয়েছে তাই হতে পারে এই এলাকায় আরো গোসাপ থাকতে পারে।