---Advertisement---

বর্ধমানে দুর্ঘটনার কবলে বাস, আহত ৮ যাত্রী

Souris Dey

Published

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নির্দিষ্ট সময় থেকে দেরিতে চলছিল বাস, আর সেই সময় কে মেক আপ করতেই দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। ফলে ঘটনা যা ঘটার তাই ঘটল। সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল রাস্তার ধারে জমিতে। স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে দেওয়ানদীঘি থানার মালকিতা মোড় এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মহাচান্দা থেকে বর্ধমানে আসছিল একটি যাত্রীবাহী বাস। দ্রুতগতিতে আসার সময় খেতিয়া পেরিয়ে কামনাড়ার কাছে বাসটি দুঘটনার কবলে পড়ে। পুলিশ ও স্থানীয়রা তৎপরতার সঙ্গে আহত ৮ জন যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।
See also  উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে মেমারির তিন বাসিন্দা, উদ্বিগ্ন পরিবার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---