বর্ধমানে নাট্য ও কলাকুশলীদের ২ হাজার টাকা মাসে অনুদানের দাবী

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: লকডাউন পরিস্থিতিতে সমস্ত প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় চরম সংকটের মুখে পড়েছেন নাট্য শিল্পী ও কলাকুশলীরা। আর তাই যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন মাসে ২ হাজার টাকা করে এই সমস্ত শিল্পীদের অনুদান দেওয়ার দাবী জানানো হল রাজ্য সরকারের কাছে। 

মঙ্গলবার বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) রজত নন্দার কাছে এব্যাপারে লিখিত আবেদন জানালেন বর্ধমানের নাট্য, নৃত্য শিল্পীবৃন্দ। একইসঙ্গে এদিন নাট্যশিল্পীরা দাবী জানিয়েছেন, মুক্তস্থানে সামাজিক দূরত্ব মেনে যাতে নাটক পরিবেশন করা যায় সে ব্যাপারে থানা থেকে অনুমোদন দেবার প্রক্রিয়াকে সহজতর করার আবেদন জানানো হয়েছে।