ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাজার করতে বেড়িয়ে বাসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম আলি হোসেনে (৭০)। বাড়ি ভোতারপাড় এলাকায়। জানা গেছে, শুক্রবার পূর্ব বর্ধমানের ভোতারপার এলাকার বাসিন্দা আলি হোসেন সাইকেলে নিয়ে বাজার করতে বিজয়রাম যাচ্ছিলেন। পথে বর্ধমান কাটোয়া রোডের উপর নেড়োদিঘী এলাকায় কাটোয়া থেকে বর্ধমানগামী একটি বাস তাঁকে ধাক্কা মারলে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় আলি হোসেনের।
