ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: প্রধান শিক্ষকদের সংগঠন এডভান্সড সোসাইটি ফর হেড মাস্টার এন্ড হেড মিস্ট্রেস – এর প্রথম জেলা সম্মেলনে পুরোপুরিভাবে স্কুল খোলার দাবী তোলা হল। বর্ধমান লায়ন্স ক্লাব অডিটোরিয়ামে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এই সম্মেলনে অবিলম্বে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালু করার সাথে প্রধান শিক্ষকদের একই স্কেলে বেতন কাঠামোয় বঞ্চনা, প্রশাসনিক বদলির পরিবর্তে শাস্তি মূলক বদলির প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন প্রধান শিক্ষকগণ।
নির্বাচনের কাজে ব্যবহৃত বিদ্যালয়গুলোতে নির্বাচনের পর পরিষ্কার, ইলেক্ট্রিকের বিল দেওয়া না হওয়ায় বিদ্যালয়গুলো ক্ষয়িগ্রস্থ হয় বলে ক্ষতিপূরণের দাবি ওঠে এই সম্মেলনে। পূর্ব বর্ধমান জেলা শাখা আয়োজিত এই সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি, কো-অর্ডিনেটর আলতাফ সেখ, সৌমেন কোনার, স্বপন কান্তি চৌধুরী, কৌশিক চট্টোপাধ্যায়, আজিজুল হক সহ জেলা নেতৃবৃন্দ। কালনা, কাটোয়া সহ জেলার বিভিন্ন মহকুমা থেকে প্রায় দু’শো জন প্রধান শিক্ষক, শিক্ষিকা এই সম্মেলনে যোগদান করেন।