ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রায় শতাধিক বছরের প্রাচীন রাজ আমলের মূল্যবান পাথরের শিবলিঙ্গ চুরির ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল বর্ধমান শহরের ২৭নং ওয়ার্ডের ঝাপনতলা এলাকায়। এদিন সাতসকালে কে বা কারা এই বহু মূল্যবান প্রাচীন মূর্তি চুরির কান্ডে যুক্ত তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে ধন্দ। এলাকাবাসীরা জানান, রাজ আমলের পুরোনো এই শিবলিঙ্গ। এদিন ভোরে পুজো দিতে এসে বাসিন্দারা দেখেন শিবলিঙ্গটি নেই। স্বাভাবিকভাবেই এরকম ঘটনায় স্তম্ভিত এলাকার মানুষ।
বিজ্ঞাপন
যদিও এদিন বর্ধমান থানায় এই চুরির ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে চুরির ঘটনার পর তদন্তে বর্ধমান থানার পুলিশ নামতে পারেনি। যদিও আগামীকাল এই চুরির ঘটনার বিষয়ে অভিযোগ জানানো হতে পারে বলে এলাকার মানুষ জানিয়েছেন। এদিকে এই শিবলিঙ্গ টি বহু প্রাচীন এবং মূল্যবান পাথরের হওয়ায় এই চুরির কিনারা চাইছেন এলাকাবাসী।