বর্ধমানে ফের গভীর রাতে সোনার দোকানের সাটার ভেঙে চুরির চেষ্টা, আলোড়ন

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাতের অন্ধকারে বর্ধমান শহরে সাটার ভেঙে ফের সোনার দোকানে চুরির ঘটনায় আলোড়ন তৈরি হল। এবার শহরের আলমগঞ্জ এলাকার একটি সোনার দোকানে বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। যদিও এক্ষেত্রে দোকানে রাখা কিছু টাকা ছাড়া দুষ্কৃতীরা কিছুই নিতে পারেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে। দোকান মালিক চুরির বিষয়ে কোন লিখিত অভিযোগও জানায়নি। 

বিজ্ঞাপন
সকালে দোকান খুলতে এসে পাাশের দোকানের মালিক দেখেন সোনার দোকানের সাটার ভাঙা। এরপরই দোকানের মালিককে খবর দেওয়া হলে তিনি এসে পুলিশ কে দোকানে চুরির ঘটনা জানায়। সাটার কেটে, গ্রীল ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকেছিল বলে মনে করা হচ্ছে। দোকানের সামনে একটি ড্রেনে দোকানের ভাঙা তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। যে বাঁশ দিয়ে দোকানের সাটার বেঁকানো হয়েছে সেটিও দোকানের পিছনে রাখা ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে এক্ষেত্রেও সোনার দোকানে সি সি ক্যামেরা না থাকায় প্রশ্ন তৈরি হয়েছে। উল্লেখ্য দুদিন আগেই শহরের বাজেপ্রতাপপুর এলাকায় একটি সোনার দোকান থেকে দিনের বেলায় এক দুষ্কৃতী কিছু সোনার গহনা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আলমগঞ্জে সোনার দোকানে চুরির ঘটনায় আলোড়ন ছড়িয়েছে।

আরো পড়ুন