ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: কি কান্ড! গৃহস্থের বাড়িতে শিয়াল কোথা থেকে চলে এলো! তাও আবার চার চারটে বাচ্চা নিয়ে। শুক্রবার সাত সকালে এই নিয়ে হৈ চৈ পরে গেল বর্ধমান শহরের ২নং ইছলাবাদ এলাকায়। বাড়ির কর্তা আলোক পাল তড়িঘড়ি খবর দিলেন পশুপ্রেমী সংস্থা সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ার কে। সংস্থার সদস্যরাও বৃষ্টি মাথায় করে তোরজোরের সঙ্গে হাজির হলেন শিয়াল ধরতে।
তিনি জানিয়েছেন, এরা সর্বভুক প্রাণী। আগে এদের অনেক দেখতে পাওয়া গেলেও ইদানিং সংখ্যা কমে আসছে। অর্ণব জানিয়েছেন, বাচ্চা গুলোর বয়স খুব জোর ১৬-১৭দিন হবে। সাধারণত এদের ১৪দিনে চোখ ফোটে। আর তারপরেই মা গন্ধগোকুল বাচ্চাদের সাবলম্বী করে তুলতে ও খাবারের খোঁজ কিভাবে করতে হয় তা শেখানোর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তবে এরা মানুষের ক্ষতি করে না। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মা ও বাচ্চাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চাগুলো একটু বড় হলেই ফের তাদের ছেড়ে দেওয়া হবে।