ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবী সহ দিল্লী সীমান্তে আন্দোলনরত কৃষকদের জল বন্ধ করে দেবার প্রতিবাদে গোটা দেশ জুড়ে কৃষক সংগঠনগুলির ডাকা চাক্কা জ্যাম – আন্দোলনে অংশ নিলে পূর্ব বর্ধমান জেলা কৃষক সভা এবং জেলা কংগ্রেস। শনিবার বর্ধমানের ২নং জাতীয় সড়কের নবাবহাটে জেলা কংগ্রেস ও জেলা যুব কংগ্রেস এবং ফাগুপুর মোড়ে বামপন্থী কৃষক সংগঠনগুলি রাস্তা অবরোধ করে। প্রায় আধঘণ্টা এই অবরোধ চলে। এদিন এই অবরোধের জেরে আটকে পড়েন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। বেশ কিছুক্ষণ তাঁদের কনভয় আটকে থাকে। অভিযোগ উঠেছে এদিন বামেদের অবরোধে আটকে থাকা মন্ত্রী স্বপন দেবনাথের গাড়ির ওপর হামলা চালায় বামপন্থী সমর্থকরা। যদিও এদিন বামফ্রণ্টের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এদিন সিপিএমের কৃষক সভার জেলা সম্পাদক সৈয়দ হোসেন মন্ত্রীর গাড়ির ওপর হামলার অভিযোগ সম্পর্কে জানিয়েছেন, এরকম তাঁরা কিছু দেখেন নি। তিনি জানিয়েছেন, দিল্লীতে কৃষকদের ওপর অত্যাচার চলছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তাদের জল, বিদ্যুত, শৌচাগার বন্ধ করে দিয়ে একটা যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তারই প্রতিবাদে এদিন তাঁরা দুপুর ২ থেকে ৩টে পর্যন্ত তাঁরা চাক্কা জ্যাম কর্মসূচী পালন করেছেন। অন্যদিকে, মন্ত্রী স্বপন দেবনাথ এদিন তাঁর গাড়ির ওপর হামলার পরিপ্রক্ষিতে জানিয়েছেন, বাংলার মানুষ এর বিচার করবে। ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।