---Advertisement---

বর্ধমানে বাড়ির বারান্দা ভেঙ্গে মোটরসাইকেল আরোহী গুরুতর জখম

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: নির্মিয়মান বাড়ির রাস্তার দিকে বারান্দার বাড়তি অংশ ভেঙ্গে পড়ল এক মোটরসাইকেল আরোহীর উপর। গুরুতর জখম ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে ৭নম্বর ওয়ার্ডের খালুইবিল মাঠ এলাকায়। আহত ব্যক্তির নাম শেখ মিরাজুদ্দিন। বাড়ি খণ্ডঘোষের উখরিদ গ্রামে। এসি মেশিন মেরামতির কাজে তিন বর্ধমানে এসেছিলেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন
এদিন সকালে খালুইবিল মাঠের একটি দোকানের উপর নির্মিয়মান দোতলা বাড়ির নীচের রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময় আচমকাই বারান্দার বাড়তি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মিরাজুদ্দিন শেখের ডান হাত এবং ডান পায়ে গুরুতর চোট লাগে। পাশপাশি মোটরসাইকেলের তেল ট্যাঙ্ক দুমড়ে মুচড়ে যায় চাঙরের আঘাতে। দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে শেখ মিরাজুদ্দিনের হাত এবং পায়ে প্লাস্টার করা হয়। 
এদিকে এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে এদিন রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি সহ অনেকেই। কারণ যে বাড়ির অংশ ভেঙে পড়েছে সেই বাড়ির নিচেই ছিল একটি মনোহারি দোকান। পাড়ার মধ্যে এই দোকানে প্রায় সবসময় মানুষজনের যাতায়াত লেগেই থাকে। ফলে দুর্ঘটনার সময় লোকজনের ভিড় না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে গেছেন অনেকেই বলে দাবি স্থানীয়দের।
See also  খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত জেএমবি জঙ্গি আজাদের জামিন হাইকোর্টে
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---