ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বিশ্বপ্রতিবন্ধী দিবসে বৃহস্পতিবার বর্ধমান জেলা সর্বশিক্ষা দপ্তরের উদ্যোগে জেলার ২৭জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হাতে তুলে দেওয়া হল বিভিন্ন সহায়তা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) অরিন্দম নিয়োগী, জেলা সর্বশিক্ষা প্রকল্পাধিকারিক মৌলি সান্যাল প্রমুখরা।
