---Advertisement---

বর্ধমানে বেপরোয়া গাড়ি পিষে দিলো হনুমানকে, ক্ষিপ্ত এলাকাবাসী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বেপরোয়া গাড়ি পিষে দিয়ে চলে গেল একটি হনুমানকে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো একটি হনুমান। অমানবিক এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে বর্ধমানের তেলিপুকুর এলাকায়। দুর্ঘটনার পর আহত হনুমানকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছে ভয়েস ফর ভয়েসলেস নামে একটি পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। খবর দেওয়া হয়েছে বনদপ্তরকেও বলে জানিয়েছেন, সংস্থার সম্পাদক অভিজিৎ মুখার্জি।

বিজ্ঞাপন

 তিনি জানিয়েছেন, গতকাল বিকেলে দুটি হনুমান রাস্তার ওপর বসে খেলা করছিল। সেইসময় লাকুড্ডির দিক থেকে তেলিপুকুরের দিকে দ্রুতগতিতে আসা একটি অজানা গাড়ি একটি হনুমানের ওপর দিয়ে চলে যায়। আরেকটি হনুমান সেই গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয় মানুষ এরপরই তাদের খবর দিলে তারা দ্রুত চিকিৎসক নিয়ে গিয়ে আহত হনুমান টিকে উদ্ধার করে নিয়ে এসে চিকিৎসা শুরু করেন। 

অভিজিৎ বাবু জানিয়েছেন, এই মুহূর্তে হনুমানটির শারীরিক অবস্থা সংকটজনক থাকায় বনদপ্তরের হাতে দেওয়া হয়নি। তবে বনদপ্তরকে জানিয়েই হনুমানটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছেন তারা। মর্মান্তিক এই দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠেন। 
See also  বর্ধমান রেল স্টেশন থেকে গ্রেপ্তার হাওড়ার শিশুপুত্র খুনের ঘটনার অভিযুক্ত
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---