ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরের রসিকপুর সুভাসপল্লী এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ। বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা গেছে এক কিশোর। আরেক একটি কিশোরের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। আহত জখম বালক টিকে স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবেই ভোটের মুখে শহরের জনবহুল এলাকায় দিনের বেলায় শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র আতঙ্কের সাথে উত্তেজনা ছড়িয়েছে।
উল্লেখ্য এই রসিকপুর এলাকায় এর আগে বহুবার বোমা উদ্ধার হয়েছে। একাধিকবার তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়েছে এলাকা। গ্রেফতার হয়েছে এলাকারই একাধিক যুবক। এদিন এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, ভোটের আগে ভোটারদের মন থেকে ভয় দূর করতে আধা সামরিক বাহিনী নামানো হয়েছে। তারা এলাকায় এলাকায় রুট মার্চ করছে। কিন্তু শহরের কোথায় কোথায় বোম রাখা আছে তার খবর প্রশাসনের কাছে নেই। স্বাভাবিকভাবেই অতি উত্তেজনাপূর্ণ এই রসিকপুর এলাকায় ভোটের মুখে বোমা বিস্ফোরণের ঘটনায় শহরের নিরাপত্তাকেই প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিলো বলে মত ওয়াকিবহাল মহলের।