বর্ধমানে রাইসমিল থেকে উদ্ধার একাধিক ডিম সহ মা কেউটে
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার বাকুড়া মোড়ের ভবতারিণী রাইসমিল থেকে একটি বিষধর কেউটে সাপ উদ্ধার করলো বনদপ্তরের কর্মীরা। আশঙ্কার কথা, এই কেউটে সাপটি একটি প্লাস্টিকের ড্রামের ভিতর রীতিমতো বেশ কিছু ডিম পেরে সেই ডিমের উপর পাহারা দিচ্ছিল। কিন্তু রাইসমিলের কিছু কর্মীর হঠাৎই অস্বাভাবিক হিস্ হিস্ আওয়াজ শুনে সন্দেহ হওয়ায় কাছে গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ।
রাইস মিল কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়েছে, এই রকম ঘটনা এর আগে ঘটেনি। ফলে আচমকাই একেবারে এই ধরণের বিষধর দেখতে পাওয়ায় স্বাভাবিকভাবেই শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তর থেকে উদ্ধারকারী দল এসে পূর্ণকায় একটি বিষধর কেউটে সাপ উদ্ধার করে। পাশপাশি এই সাপের প্রায় এক ডজনের উপর ডিম উদ্ধার করে নিয়ে যায়। তবে এই সাপ এবং সাপের ডিম উদ্ধারের পর এলাকা রীতিমত আতঙ্ক ছড়িয়েছে।