বর্ধমানে রাইস মিলের ভিতর থেকে উদ্ধার তিনটি গোখরো, তিনটি দাঁরাশ, চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সাত সকালে কাজে এসেই শ্রমিকদের পিলে চমকে যাওয়ার জোগাড়। বিরাট জোরে ফোঁস ফোঁস গর্জন কোন দিক থেকে আসছে বুঝতে না পেরে ছোটোছুটি শুরু করে দেন অনেকেই। তারপর জায়গা বুঝে এগিয়ে যেতেই চোখ কপালে ওঠে প্রত্যক্ষদর্শীদর। একটা দুটো নয়, ছ’ ছ খানা বিশাল বিষধর কুণ্ডলী পাকিয়ে রয়েছে এক জায়গায়। এদের মধ্যে তিনটি পাঁচ থেকে ছ ফুট লম্বা খরিস গোখরো আর তিনটে ছ থেকে সাত ফুট লম্বা দাঁরাশ সাপ। ঘটনাটি বর্ধমান-আরামবাগ রোডের বাঁকুড়া মোড়ের আগে মা ভবতারিণী রাইস মিলের।

বিজ্ঞাপন

 রাইস মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মিলের কর্মীরা কাজ করার সময় আচমকাই শুনতে পায় হিস্ হিস্ গর্জন। তড়িঘড়ি সেখান থেকে সরে এসে দূরে দাড়িয়ে লক্ষ্য করেন অনেকগুলো বড় বড় সাপ একজায়গায় জড়ো হয়ে রয়েছে। যে জায়গায় সাপগুলো ছিল সেখানে রাইস মিলের প্রচুর বস্তা মজুদ করা ছিল। তারই ফাঁকে বাসা বেধেছিল গোখরো, দাঁরাশ সাপগুলো। তড়িঘড়ি বন দপ্তরে খবর দেওয়া হলে বনবিভাগের উদ্ধারকারী দল রাইস মিলে পৌঁছে প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় ছয়টি সাপ কে উদ্ধার করে। উদ্ধারকারী দলের এক সদস্য জানিয়েছেন, ওই রাইস মিলের ভিতর আরো বিষধর সাপ রয়েছে। এদিন দেখতে পাওয়া যায়নি। তাই মিল কর্তৃপক্ষ এবং কর্মী, শ্রমিকদের সতর্ক করা হয়েছে। 

আরো পড়ুন