বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অল্পের জন্য ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলো বর্ধমানের তেলিপুকুর এলাকার রাস্তার ধারে থাকা একটি পরিবার। শুত্রুবার সন্ধ্যায় বর্ধমান আরামবাগ রোডের কৃষক সেতু ওঠার আগে তেলিপুকুর এলাকায় একটি ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার দাঁড়িয়ে থাকা অবস্থায় চাকার নিচের মাটি ধ্বসে উল্টে যায় রাস্তার পাশের একটি বাড়ির উপর।
এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সংজ্ঞাহীন হয়ে পড়েন। অন্যদিকে স্থানীয়রা উল্টে যাওয়া ডাম্পারটির ভিতর থেকে চালককে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটির চালককে আটক করার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য, গত ৩১ডিসেম্বর রাতে গলসির শিকারপুর এলাকায় বালি বোঝাই একটি লরি রাস্তার ধারে একটি বাড়ির উপর উল্টে যাওয়ায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছিল। এদিন তেলিপুকুরে এই দুর্ঘটনার পর তাই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।