বর্ধমানে শুরু হল বাংলা মোদের গর্ব মেলা

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুক্রবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর হাউসিং মাঠে শুরু হল বাংলা মোদের গর্ব শীর্ষক মেলা। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক মহম্মদ এনাউর রহমান প্রমুখরা। 

এদিন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী জানিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য গোটা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার হস্তশিল্পী, লোকশিল্পীদেরও আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে। তাই রাজ্য সরকার বিগত ২ মাস ধরেই করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের আসার পর জেলায় জেলায় বিভিন্ন অনুষ্ঠান, মেলার আয়োজন করছেন। সেখানে এই হস্তশিল্পীদের বিপণন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া যেমন হয়েছে, তেমন লোকশিল্পীদেরও অংশ নেবার সুযোগ করে দেওয়ার জন্যই বাংলা মোদের গর্ব এই মেলার আয়োজন করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলাতেও জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে এই মেলায় ৬০জন হস্তশিল্পী এবং লোকশিল্পীরা অংশ নিচ্ছেন।

Recent Posts