ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: রাজ্য সরকার গোটা রাজ্য জুড়ে সরকারীভাবে চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। কিন্তু তা সত্ত্বেও যদি বেসরকারী উদ্যোগ এগিয়ে আসে তাহলে চিকিৎসা ব্যবস্থার আরও উন্নত হবে। বুধবার স্বাস্থ্যমেলার উদ্বোধন করতে এসে একথা বলেন বর্ধমান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ। তিনি বলেন, এই ধরণের বেসরকারী উদ্যোগের ফলে ছোট খাটো যে সমস্ত ফাঁক অজান্তেই থেকে যায় সেগুলো পূরণ হবে। বুধবার বর্ধমান টাউন হলে বুধবার থেকে শুরু হল তৃতীয় বর্ষ স্বাস্থ্য মেলা। সান হাসপাতাল এবং সেবা পলিক্লিনিকের যৌথ উদ্যোগে এই মেলা চলবে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত। এদিন মেলার উদ্বোধন করেন অমিত গুহ। উপস্থিত ছিলেনএক ঝাঁক চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবীরাও।
বিজ্ঞাপন
মেলার মূল উদ্যোক্তা সেখ আলহ্বাজউদ্দিন জানিয়েছেন, মেলার এই দিনগুলিতে সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো অন্য সময়ে করতে গেলে সাধারণ মানুষকে অর্থ খরচ করতে হয়। মেলা প্রাঙ্গণে তা হবে বিনামূল্যে। থাকছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মধ্যে চোখ, স্ত্রী রোগ, শিশুরোগ, চর্ম, ক্যানসার, হৃদরোগ ও বক্ষরোগ বিশেষজ্ঞরা। থাকছে সুগার, রক্তের গ্রুপ নির্ণয়, হাড়ের ক্ষয় ও বাতের পরীক্ষা, লিভারের স্ক্যান প্রভৃতি পরীক্ষাও। সুস্থ থাকুন, ভাল থাকুন এই বার্তা নিয়ে মেলার বিভিন্ন দিনে মনোরঞ্জনের জন্য থাকছে স্থানীয় এবং রাজ্যস্তরের বিভিন্ন শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের প্রতিযোগিতা, কবিতা আবৃত্তির প্রতিযোগিতাও।