পাশাপাশি বর্ধমান দক্ষিণ কেন্দ্রে বিজেপির গোঁজ প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন স্মৃতিকান্ত মণ্ডল। এদিন তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বীরহাটা থেকে ষ্টেশন রোড পর্যন্ত দীর্ঘক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।
অন্যদিকে, এদিন বিজেপির বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী সন্দীপ নন্দীর বিরুদ্ধে দাঁড়িয়ে এদিন রীতিমত হুংকার দিলেন স্মৃতিকান্ত মণ্ডল। উল্লেখ্য, সম্প্রতি বিজেপির জেলা সদর অফিসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় এই স্মৃতিকান্ত মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে, তাঁকে কয়েকদিন জেলও খাটতে হয়। দীর্ঘদিন ধরে বিজেপির নেতা হিসাবে পরিচিত স্মৃতিকান্ত মণ্ডল আউশগ্রামে বিজেপির জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তাঁকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো হয়েছে বলে তাঁর অভিযোগ।
একইসঙ্গে তাঁকে আগামী ১ বছরের জন্য বিজেপিতে থেকে সাসপেণ্ডও করা হয়। আর তাই এবার বদলা নিতে তিনিই বর্ধমান দক্ষিণ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে এদিন মনোনয়নপত্র জমা দিলেন। যদিও এদিনের মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর জানা গেছে, স্মৃতিকান্ত মন্ডলের ডিসিআর কাটা হয়ে গেলেও ব্যাংক একাউন্ট সম্বন্ধীয় কাগজপত্র ঠিক না থাকায় ফের সোমবার প্রার্থীকে আসতে হবে। এদিকে বিজেপির এই গোঁজ প্রার্থীকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েগেছে চাপান উতোর।