---Advertisement---

বর্ধমানে হিমালয়ান ভালচার প্রজাতির শকুন উদ্ধার

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমানের সদরঘাট এলাকা থেকে একটি শকুন কে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলো বর্ধমান এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। সোসাইটির পক্ষ থেকে অর্ণব দাস জানিয়েছেন, গত ২৮ডিসেম্বরে সন্ধ্যায় সদরঘাট এলাকায় স্থানীয় কিছু মানুষ এই শকুন টিকে পরে থাকতে দেখে তাদের খবর দেন। তাদের টিম সেখানে পৌঁছে অসুস্থ শকুন টিকে উদ্ধার করে নিয়ে আসেন। 

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, শকুনটি উড়তে পারছিল না। পাশপাশি রক্ত পায়খানা হচ্ছিল। কিছু খাচ্ছিলও না। এরপর তারা শকুন টির প্রাথমিক চিকিৎসা করার পর কিছুটা সুস্থ হলে শুত্রুবার সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। অর্ণব দাস জানিয়েছেন, এই শকুনটি হিমালয়ান ভালচার প্রজাতির। এদের প্রধানত ইউরোপ ও এশিয়া মহাদেশে দেখতে পাওয়া যায়। হিমালয় পার্বত্য অঞ্চলে এদের বসবাস।

 তবে কিভাবে শকুনটি এখানে এসে পড়ল তার সঠিক কারণ জানা যায়নি। তিনি জানিয়েছেন, এটি একটি পূর্ণ বয়স্ক পুরুষ শকুন। অন্যদিকে বনদপ্তর সূত্রে জানা গেছে, শকুন টিকে ইতিমধ্যেই ফরেস্টের চিকিৎসক পরীক্ষা করে দেখেছেন। এখন সুস্থ আছে। পরিস্থিতি বুঝে শকুন টিকে আবার ছেড়ে দেওয়া হবে। 

See also  খবরের জের - বর্ধমানে স্বাভাবিক হলো পশু হাসপাতাল, তবে পশু আসার সংখ্যা কম
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---