বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আরও প্রায় ১০০জনের প্যারোলে মুক্তি
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার থেকে আরও প্রায় ১০০জন বন্দি প্যারোলে মুক্তি পেতে চলেছে। সংশোধনাগার সূত্রে জানা গেছে, গতবছর থেকে করোনাজনিত কারণে সাজাপ্রাপ্ত বন্দিদের নির্দিষ্ট প্যারোলে মুক্তি দেবার প্রক্রিয়া চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়েও ইতিমধ্যেই ২০০জনকে প্যারোলে ৩ মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশোধনাগার সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ্য কারা দপ্তর থেকে ফের একটি নির্দেশিকা দেওয়া হয়েছে।
এই নির্দেশিকায় ১৩টি নির্দিষ্ট কারণের বাইরে যাঁরা প্রায় ৩ বছর সাজা খাটছেন তাঁদের এই প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। এই ১৩টি কারণের মধ্যে রয়েছে যাঁরা ধর্ষণ, মাদকসংক্রান্ত কেসে অভিযুক্ত, যাঁরা অপরাধ করেই থাকেন, করোনায় আক্রান্ত, ইউএপিএ কেসে অভিযুক্ত প্রভৃতি এই ধরণের ঘটনায় সাজা খাটছেন তাঁদের প্যারোলে ছাড়া যাবে না। সংশোধনাগার সূত্রে জানা গেছে, এই নির্দেশিকা অনুসারে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা প্রায় ১০০ জন বন্দি এই নির্দেশে প্যারোলে মুক্তি পেতে চলেছেন। উল্লেখ্য, সম্প্রতি ২০০জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এবার আরও ১০০জনকে মুক্তি প্যারোলে মুক্তি দেওয়ার নির্দেশ এসেছে বলে সংশোধনাগার সূত্রে জানা গেছে।