বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ২০০জন বন্দির প্যারোলে মুক্তি

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: করোনার বৃদ্ধিজনিত কারণে রাজ্য কারা দপ্তরের নির্দেশে বর্ধমান জেলা কেন্দ্রীয় সংশোধনাগারের ২১৯ জন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ২০০জনকে ৩ মাসের প্যারোলে মুক্তি দেওয়া হল। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের চীফ কন্ট্রোলার আশীষ বণিক জানিয়েছেন, সম্প্রতি রাজ্য সরকার এই অনুমোদন দেবার পর ইতিমধ্যেই ২০০ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। যাঁরা গতবছর সাধারণভাবে প্যারোলে মুক্তি পেয়েছিলেন এবারও তাঁদের এই সুযোগ দেওয়া হল। 

বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, এরই পাশাপাশি আরও একটি নির্দেশিকা আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা, সেই নির্দেশে যে সমস্ত আসামীরা ৩ বছরের বেশি সাজা কাটাচ্ছেন তাঁদেরও স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে। উল্লেখ্য, আশীষবাবু জানিয়েছেন, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে গত ২৪ মে পর্যন্ত ৭৫৬জন বন্দির ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। বাকি যাঁরা রয়েছেন তাঁদের ১০০জন করে টিকা দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবং লকডাউন চলতে থাকায় জরুরী কেসগুলিতে এখন ভার্চুয়াল মাধ্যমে বিচারপর্ব চলছে।

আরো পড়ুন