বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের শৌচাগারে বন্দির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Souris  Dey

Souris Dey

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ভিতর তিন তলার শৌচাগারের জানলায় এক বিচারাধীন বন্দীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। জেল পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সংশোধনাগারের একটি সেলের তিন তলার একটি শৌচাগারের জানলা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই বন্দিকে ঝুলতে দেখা যায়। এরপর জেল কর্তৃপক্ষ পরিবারের লোকজনকে খবর দেয়। তাদের উপস্থিতিতে দেহ নামিয়ে ময়না তদন্তে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। 

বিজ্ঞাপন

সংশোধনাগার সূত্রে জানা গেছে, বর্ধমানের হরিনারায়নপুর রেলপার এলাকার বাসিন্দা সুবল সাঁপুই মাস সাতেক আগে নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিল। আদালতের নির্দেশে তারপর থেকে সংশোধনাগারেই ছিলেন ওই বন্দি।

 এদিন সুবল সাঁপুইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের পর পরিবারের আত্মীয় পরিজন জেলখানার গেটের সামনে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা ঘটনার উপযুক্ত তদন্ত দাবি করেছেন। সংশোধনাগারে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও কিভাবে এই ঘটনা ঘটলো তারও তদন্ত দাবি করেছেন তারা।

আরো পড়ুন