ফোকাস বেঙ্গল ডেস্ক, পূর্ব বর্ধমান: ২০২১ সালের বিধানসভা ভোটের আগেই এবং চলতি পুজো পর্ব মিটলেই পূর্ব বর্ধমান জেলায় কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে বিজেপির কিষাণ মোর্চা। বুধবার বর্ধমানে জেলা বিজেপি পার্টি অফিসে বিজয়া সম্মিলনীতে অংশ নিতে এসে একথা জানিয়ে গেলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার।
মহাদেববাবু এদিন জানিয়েছেন, গোটা ভারতবর্ষে দুটি রাজ্য ছাড়া পশ্চিমবাংলার তৃণমূল সরকার কেন্দ্রীয় সরকারের এই কৃষি আইন নিয়ে ভুল বুঝিয়েছেন বাংলার কৃষককে। বাংলার তৃণমূল সরকারের রাজনৈতিক দুরভিসন্ধির জন্য চালু হয়নি কৃষি সম্মান নিধি। যার ফলে বাংলার প্রায় ৭৬ লক্ষ কৃষক ১৪ হাজার টাকা পাওনা থেকে বঞ্চিত হয়েছেন। মহাদেববাবু জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই এবং চলতি পূজো পর্ব মিটলেই বর্ধমানে বড় কৃষক সমাবেশ হতে চলেছে। কিভাবে বাংলার তৃণমূল সরকার বাংলার কৃষকদের ভুল বুঝিয়ে তাঁদের ক্ষতি সাধন করছেন তা এই সমাবেশে তুলে ধরা হবে।