ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ১৯৭০ সাল। লাগাতার পথ দুর্ঘটনায় একের পর প্রাণ হারাচ্ছেন মানুষ। বর্ধমান শহরের মুচিপাড়া সংলগ্ন জিটি রোড এলাকায়। আতংকে ভুগতে শুরু করেছেন এলাকার মানুষজন। এই অবস্থায় সাধারণ মানুষকে আশ্বস্ত করতে এগিয়ে এসেছিল স্থানীয় সবুজ সংঘ। ১৯৭৫ সাল নাগাদ তাঁদের উদ্যোগেই বর্ধমান শহরের মুচিপাড়া সংলগ্ন এলাকায় জিটিরোডের পাশে তৈরী হয় মা ছিন্নমস্তা কালী মন্দির। ক্লাব সদস্যদের দাবী, এই ঘটনার পর কমে যায় পথ দুর্ঘটনা।
প্রথম দিকে বর্ধমানের শিল্পী তারক পাল এই মূর্তি তৈরী করতেন। কিন্তু তাঁর ছেলের মৃত্যুর পর তিনি আর এই মূর্তি তৈরী করতে চাননি। তাই ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ১৮ লক্ষ টাকা খরচ করে অষ্টধাতুর এই মূর্তি তৈরী করা হল এবছর। আর এই মূর্তি তৈরী করার সাহস দেখালেন বীরভূমের শ্রীনিকেতনের বাসিন্দা মুসলিম সম্প্রদায়ভুক্ত শিল্পী পূর্ণ মল্লিক। যা রীতিমত সাম্প্রদায়িক সম্প্রীতির নজীর সৃষ্টি হল। শুক্রবারই শোভাযাত্রা সহকারে এই মূর্তিকে বসানো হয় মন্দিরে। শনিবার হয় প্রাণ প্রতিষ্ঠা।