ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: চলতি আর্থিক বছরে জেলার ১০০টি কো-এড এবং গার্লস স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেণ্ডিং মেশিন এবং স্যানিটারি ন্যাপকিন ইনসিনারেটর মেশিন দিচ্ছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম জানিয়েছেন, চলতি আর্থিক বছরে জেলা পরিষদের পক্ষ থেকে একগুচ্ছ নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জেলার গার্লস ও কো-এড মিলিয়ে মোট ১০০টি স্কুলে এবং ৪১টি স্বনির্ভর গোষ্ঠীর সংঘ ভবনে এই ভেণ্ডিং মেশিন ও ইনসিনেটর মেশিন দেওয়া হচ্ছে।
এরই পাশাপাশি জেলার ২১৫টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ২৩০টি সোলার সিস্টেম সাবমার্শিবল পানীয় জলের কল বসানো হচ্ছে। তিনি জানিয়েছেন, ভূগর্ভস্থ পানীয় জলের সংকট মেটাতে জেলাপরিষদ এবং জেলা বীজ খামারে ইটিসি ভবনে বৃষ্টির জল সরাসরি ভূগর্ভে পাঠানোর প্রকল্প তৈরি করা হচ্ছে। এজন্য খরচ পড়বে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা।