ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শুত্রুবারই আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে কমিশন। আর সেই দিনেই রাজ্য নেতৃত্বের নির্দেশে বর্ধমান জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দিকে পদ থেকে সরিয়ে দেওয়া হল। পরিবর্তে সভাপতির দায়িত্ব দেওয়া হল বিজেপির রাজ্য নির্মাণ প্রমুখ তথা বর্ধমান সদর বিজেপি কার্যালয়ের একসময়ের কোষাধ্যক্ষ অভিজিৎ তা কে। ঠিক ভোটের মুখে বিজেপির জেলা সভাপতিকে সরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে খোদ দলের অন্দরে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২১জানুয়ারি এই সন্দীপ নন্দীর অপসারণ চেয়েই বর্ধমানে বিজেপির বিলাসবহুল সদর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল দলেরই আদি তথা বিক্ষুদ্ধ গোষ্ঠী। সেই ঘটনায় রাজ্য জুড়ে হৈ চৈ পরে গিয়েছিল। দলের তরফ থেকে এই ঘটনাকে শাসকদলের ষড়যন্ত্র বলে অনেক নেতাই বিবৃতি দিয়েছিলেন। কিন্তু বিজেপিরই অন্তর্তদন্তে উঠে আসে এই ঘটনা জেলা বিজেপির আদি নব্যের লড়াইয়ের ফল। আর এর পরই খোদ সন্দীপ নন্দী সহ জেলার ১৪জনকে রাজ্য নেতৃত্ব শোকজ করে। আর এবার একদম ভোটের মুখে সরাসরি দলের জেলা সভাপতি পরিবর্তন করে দেওয়ায় ঘোর বিভ্রান্তি তৈরি হয়েছে কর্মীদের মধ্যে।