ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে জেলায় জেলায় প্রতিটি পৌরসভায় ডেঙ্গু বাহিত মশার হাত থেকে বাঁচতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে বর্ধমান পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে ডেঙ্গুর মশা নিধনে ২ লক্ষ ১০ হাজার গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিল বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ। সোমবার বর্ধমান শহরের ৩নং ওয়ার্ডের লক্ষ্মীপুর মাঠ এলাকায় পুকুর এবং নালায় গাপ্পি মাছ ছেড়ে এই কর্মসূচীর উদ্বোধন করলেন বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত গুহ। উপস্থিত ছিলেন পুরসভার কর্মী তাপস মাকড় সহ অন্যান্যরা।
