ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: সাদামাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ধমান পুরসভার নব নির্বাচিত কাউন্সিলার দের ও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল বর্ধমান শহরের স্পন্দন ময়দানে। সাজানো গোছানো বিশাল মঞ্চে এদিন প্রত্যেক কাউন্সিলার কে শপথ বাক্য পাঠ করান বর্ধমানের মহকুমা শাসক (উত্তর) তীর্থঙ্কর বিশ্বাস। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তবে ৩৫ টি ওয়ার্ড বিশিষ্ট বর্ধমান পুরসভার ৩৩জন নব নির্বাচিত কাউন্সিলার এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও ২৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখ বসীরুদ্দিন আহমেদ ও ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আইনজীবী অরূপ দাস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এব্যাপারে নব গঠিত বর্ধমান পুরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার জানিয়েছেন, কাউন্সিলাররা পরেও শপথ নিতে পারবেন। তবে এদিন কেনো দুজন আসেননি সে ব্যাপারে তাঁর সঠিক কারণ জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।
সেই ওয়ার্ডের খোদ কাউন্সিলারের নাম এই ঘটনায় যুক্ত হয়েছে। সেক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানে অভিযুক্ত কাউন্সিলার এলে বিক্ষোভের সম্ভাবনা তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে। এই আশঙ্কা থেকেও সংবাদ মাধ্যম কে এড়িয়ে যেতেই প্রশাসনিক ভাবে আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকা হয়েছে। তবে সব সম্ভাবনার প্রসঙ্গ এড়িয়েই বর্ধমান পুরসভার বিরোধী শূন্য তৃণমূলের পুর বোর্ড গঠনের অনুষ্ঠানে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে এদিন হাজির হয়েছিলেন একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি।