ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: একগুচ্ছ কর্মসূচী নিয়ে এবার জোরদার আন্দোলনে নামতে চলেছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি। বুধবার সাংবাদিক বৈঠকে এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর এসএফআই-এর ৫০ বছর পূর্তি হতে চলেছে। এই উপলক্ষ্যে ওইদিন বর্ধমান ষ্টেশনে মিছিল এবং টাউন হলে প্রাক্তন ও বর্তমান ছাত্র জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এরই পাশাপাশি বর্ধমান জেলায় বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়ায় সরকার নির্ধারিত ফি-র পরিবর্তে অনেক অধিক ফি নেওয়ায় সংকটে পড়েছেন পড়ুয়া থেকে অভিভাবকরা। তিনি জানিয়েছেন, যেখানে ভর্তি ফি সরকার নির্ধারিত ২৪০ টাকা সেখানে বর্ধমান শহরের একাধিক স্কুল ১২০০ টাকা করে নিচ্ছেন সম্পূর্ণ অনৈতিকভাবে।
তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এসএফআই-এর পক্ষ থেকে করোনা পরিস্থিতির জন্য কলেজ ও স্কুলে একবছরের জন্য ফি মুকুবের দাবী জানিয়েছেন তাঁরা। অনির্বাণ এদিন জানিয়েছেন, খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী যখন বলেছেন সরকার নির্ধারিত ফি-র অতিরিক্ত কোনো বর্ধিত টাকা নেওয়া যাবে না, সেখানে কিভাবে ডোনেশানের নামে এই সমস্ত স্কুল গুলি অতিরিক্ত অর্থ আদায় করছেন। তিনি জানিয়েছেন, এব্যাপারে তাঁরা খুব শীঘ্রই জোরদার আন্দোলনে নামতে চলেছেন। তার আগে তাঁরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত এব্যাপারে হস্তক্ষেপ চাইবেন।