উল্লেখ্য, অমিতাভবাবু জানিয়েছেন, বর্ধমান মেডিকেল কলেজ প্রথম শুরু হয় ৫০জন ছাত্রছাত্রীকে নিয়ে। আস্তে আস্তে তা বাড়তে বাড়তে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আসন সংখ্যা ২০০তে পৌঁছেছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা ডা.সুহিতা পাল, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. প্রবীর সেনগুপ্ত, ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা, ডা: কৌস্তভ নায়েক, ডা: দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকগণ। এদিন ১৪৭ জন চিকিৎসকদের হাতে মোমেন্টো, সার্টিফিকেট, মেডেল প্রভৃতি তুলে দেওয়া হয়।