ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান রেল স্টেশনের আরপিএফ পোস্টের উল্টোদিকে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে শেডের নিচে হটাৎই আগুন লেগে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ। আগুন লাগার ঠিক আগেই হাওড়া-বর্ধমান ৩৬৮৩৩ আপ লোকাল দু নম্বর স্টেশনে এসে থামে। যাত্রীরা ট্রেন থেকে নেমে বাইরে বেরোবার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইলেকট্রিকের বক্সে তারে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। আরপিএফ এবং জিআরপি এর অফিসারেরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকাটি ঘিরে দেয়। বিচ্ছিন্ন করে দেওয়া হয় স্টেশনের অধিকাংশ বিদ্যুৎ সংযোগ। ফলে মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায় বর্ধমান রেল স্টেশনের বেশ কিছু অংশ। পরে অগ্নি নির্বাপক গ্যাস ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে স্টেশন সূত্রে জানা গেছে। যদিও এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর।