ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠল। শুক্রবার রাজ্য সরকারের জনপ্রিয় দুয়ারে দুয়ারে রাজ্য সরকার প্রকল্পকে কেন্দ্র করে বর্ধমান শহরের ৬নং ওয়ার্ডের
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ৬নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিদায়ী কাউন্সিলার সৈয়দ মহম্মদ সেলিম অভিযোগ করেছেন, এদিন রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প করা হয়। সকাল থেকেই ক্যাম্পে মানুষের ভিড় উপচে পড়তে শুরু করে। তিনি দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছিলেন। এই সময় সেখানে আসেন বহিরাগত শিবু ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক। তাদের সঙ্গে ৬ নং ওয়ার্ডেরও কয়েকজন ছিলেন। তাঁরা এসে বেলাইন করায় সকাল থেকে অপেক্ষমান মানুষের সঙ্গে গোলমাল শুরু হয়। তাই নিয়ে বচসা বাধে দুপক্ষের মধ্যে।