ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: অবশেষে বর্ধমান শহরের রাস্তায় বেহিসাবি টোটোর কারণে যানজট সমস্যার সমাধান করতে চলেছে জেলা প্রশাসন। শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পুরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিধায়ক, কাউন্সিলার ও টোটো চালক দের উপস্থিতিতে একটি সভার আয়োজন করা হয়। সেখানে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন,” এখন থেকে বর্ধমান পুর এলাকায় ৪হাজার ৪৯টির বেশি টোটো চলবে না। পাশাপাশি বর্ধমান শহরের বাইরে থেকে জরুরি প্রয়োজন ছাড়া আর কোনো টোটো শহরে ঢুকবে না। যদি ঢোকে, পুলিশ সেই টোটো কে আইন অনুযায়ী আটক করবে। আমরা ইতিমধ্যেই টোটোর সংখ্যা নির্ধারণে ওয়ার্ড ভিত্তিক ক্যাম্প করেছি। বিভিন্ন ওয়ার্ডের ৭৫৯ জন ব্যক্তি ইতিমধ্যে তারাই টোটো চালক ও সেই টোটোর মালিক জানিয়ে উপযুক্ত কাগজ পুরসভায় জমা করেছেন। তাদের টোটোর রেজিস্ট্রেশন করার কাজ শুরু হয়েছে।
এছাড়া শহরের রাস্তায় চলে এমন আরো ৩ হাজার তিনশ টোটো চালক যারা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা কিন্তু এখনও নিজেদের নামে টোটো নথিভুক্ত নেই, তাদের কে আগামী ১০থেকে ১৫দিনের মধ্যে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করা কাগজ জমা করতে বলা হয়েছে। তারপর সেই সমস্ত কাগজ খতিয়ে দেখে তাদের টোটো গুলোকেও রেজিস্ট্রেশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হবে। তবে এই মুহূর্তে আপাতত শহরের রাস্তায় কেবলমাত্র এই ৪ হাজার ৪৯টি টোটোই চলাচল করতে পারবে। এর বাইরে আর কোনো টোটো চলতে পারবে না।”