ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: নামেই সাঁওতালী ভাষায় শিক্ষা চালু করেছে রাজ্য সরকার। না আছে পঠন পাঠনের পুঁথিপত্র, না আছে স্থায়ী শিক্ষক। এমনকি নেই কোনো সিলেবাসও। এখনও তৈরী করা হয়নি কোনো সাঁওতালী ভাষার শিক্ষা সংক্রান্ত বোর্ড। ফলে আদিবাসীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। এমনকি সংবিধানগতভাবে আদিবাসীদের যে সমস্ত অধিকার তাও আজ সুরক্ষিত নয়। আর তাই এবার তাঁদের ২৭ দফা দাবী আদায়ের জন্য আন্দোলন ক্রমশই তীব্রতর করা হচ্ছে। সোমবার বর্ধমান শহরকে কার্যত অচল করে ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের প্রায় কয়েক হাজার আদিবাসী মহিলা পুরুষ এই দাবীতেই সোচ্চার হলেন।
