বর্ধমান ২নং ব্লক জুড়ে রক্তদান শিবিরের উদ্যোগ তৃণমূলের

Souris  Dey

Souris Dey

বিজ্ঞাপন
ফোকাস বেঙ্গল ডেস্ক,শক্তিগড়: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এল বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার শক্তিগড় থানার আটাগড় এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল একটি রক্তদান শিবিরের। হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত সহ এলাকার তৃণমূল নেতারা। 
বাগবুল ইসলাম জানিয়েছেন, এই রক্তদান শিবিরে মোট ৩০জন রক্ত দান করেন তার মধ্যে একজন মহিলাও রক্ত দেন। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি আটাগড় বাসস্ট্যাণ্ড এলাকাকে স্যানিটাইজও করা হয়। বাগবুল ইসলাম জানিয়েছেন, এদিন থেকে বর্ধমান ২ ব্লক জুড়ে রক্তদান শিবির শুরু হল। আগামী কয়েকদিন ধরে বলগোনা, খারগ্রাম,শক্তিগড়, সামন্তি এলাকায় মোট ১৫০জনের কাছ থেকে রক্ত নেওয়া হবে। সমস্ত রক্তই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালকে দেওয়া হচ্ছে।

আরো পড়ুন