ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বাংলার প্রশাসক হিসাবে ব্যর্থ তৃণমূল কংগ্রেসের সরকার। রাজ্যবাসীকে এখনও ৫টাকার বিনিময়ে খেতে দিতে হচ্ছে সরকারকে। এর থেকে লজ্জার আর কিছু নেই। সোমবার সকালে বর্ধমান শহরে চায়ে পে চর্চা কর্মসূচীতে অংশ নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উল্লেখ্য, এদিনই গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারের পৌর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় প্রতিটি জেলায় জেলায় ৫টাকায় পুষ্টিকর খাবারের সরকারী ক্যাণ্টিনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আর ৫টাকায় মা প্রকল্পের নামে এই খাবার নিয়েই কটাক্ষ করে গেলেন দিলীপ ঘোষ।
দিলীপবাবু বলেন, ২ বছর আগের সেই নিবার্চন নিয়ে অনেক প্রশ্ন ছিল। ওখানকার বিরোধীরা নিবার্চনে অংশগ্রহন না করায় জিতেছে। কি করে জিতেছে সবাই জানে। তৃণমূল এবার ওই ভাবে জিততে চাইছে তাই খেলা হবে বলছে। দিলীপবাবু এদিন হুংকার দিয়ে বলেন, আপনাদের ভাইদের বলে দিন খেলা তো হবে, সেটা ভয়ঙ্কর খেলা। কোনো ফাউল, অফসাইডের সুযোগ থাকবে না। এবার খেলাতে আপনারা শান্তিতে গ্যালারিতে বসবেন আর তাঁরা খেলবেন। তিনি বলেন, কাকে নিয়ে খেলবে ওরা? ওদের টিমের ডিফেণ্ডার, ফরোয়ার্ড, স্টাইকার সব বিজেপিতে চলে এসেছে। ওদের হারা নিশ্চিত। দিলীপবাবু বলেন, পৌরসভা ও পঞ্চায়েত নিবার্চনে যারা ভোট লুঠ করেছিল,তারা এবার হাসপাতালে যেতে না চাইলে বাড়ি থেকে বের হবেন না। এদিন এই চায়ে পে চর্চাও হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী, জেলা যুব মোর্চার সভাপতি শুভম নিয়োগী, জেলা সম্পাদক সুনীল গুপ্তা প্রমুখরা।