বাংলায় বিধানসভা ভোট ৮ দফায়, নির্বাচন কমিশনের বিধিনিষেধ লাগু

ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্ক: দেশের পাঁচটি রাজ্যে ২০২১এর বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করা দেওয়া হল। বাংলায় ভোট হবে ৮ দফায়। ভোট শুরু ২৭ মার্চ
পশ্চিমবঙ্গ ছাড়াও বিধানসভা নির্বাচন হচ্ছে তামিলনাডু, পুদুচেরি, অসম এবং কেরলে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে। ভোট পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া(১), পশ্চিম মেদিনীপুর(১), পূর্ব মেদিনীপুরে(১)।

দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ভোট হবে বাঁকুড়া(২), পূর্ব মেদিনীপুর(২), পশ্চিম মেদিনীপুর(২), দক্ষিণ ২৪ পরগনা(১)।

তৃতীয় দফায় ৩১টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। ভোট হবে হাওড়া(১), হুগলি(১), দক্ষিণ ২৪পরগনায়(২)।

চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ১০ এপ্রিল। ভোট হবে হাওড়া(২), হুগলি(২), দক্ষিণ ২৪পরগনায়(৩), আলিপুরদুয়ার, কোচবিহার। মোট ৫জেলায়।

পঞ্চম দফায় ৬টি জেলার ৪৫টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ১৭ এপ্রিল। ভোট হবে উত্তর ২৪ পরগনা(১), নদীয়া(১), পূর্ব বর্ধমান(১), দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি।

ষষ্ঠ দফায় ৪টি জেলার ৪৩টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ২২ এপ্রিল। ভোট হবে উত্তর ২৪ পরগনা(২), নদীয়া(২), পূর্ব বর্ধমান(২), উত্তর দিনাজপুর।

সপ্তম দফায় ৫টি জেলার ৪৩টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। ভোট হবে মালদা(১), মুর্শিদাবাদ(১), পসচিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর।

অষ্টম দফায় ৪টি জেলার ৩৫টি আসনে ভোটগ্রহণ। ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। ভোট হবে মালদা(২), নদীয়া(১), মুর্শিদাবাদ(২), বীরভূম, উত্তর কলকাতায়।

পুদুচেরিতে ৩০টি বিধানসভা আসনে ভোট একদফায়।
তামিলনাড়ুতে ২৩৪ আসনে বিধানসভা ভোট এক দফায়। ৬ এপ্রিল। অসমে তিন দফায় ভোট। কেরলে একদফায় ভোট। কেরলে ১৪০টি বিধানসভা কেন্দ্রে ভোট ৬ এপ্রিল। বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে।

কমিশন জানিয়ে দিয়েছে, বোর্ড পরীক্ষার কথা মাথায় রাখা হচ্ছে। পরীক্ষার দিন ভোটগ্রহণ নয়। ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের সংবাদপত্র, সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। ভোটকেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারিতে নির্বাচন হবে। রোড শো-তে সর্বোচ্চ পাঁচ গাড়িকে অনুমতি দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

মনোনয়ন জমার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ২ জন। পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য ২ জন বিশেষ পুলিশ অবজার্ভার। মৃণালকান্তি দাস ও বিবেক দুবে বিশেষ পুলিশ অবজার্ভার। পশ্চিমবঙ্গের জন্য আয়-ব্যয় পর্যবেক্ষক বি মুরলিকুমার।

এবার অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।
স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলি চিহ্নিত করা হয়েছে।পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন প্রার্থী সহ ৫ জন। সব ভোটকর্মীদের টিকাকরণ করা হবে। করোনা আবহে ভোটদানের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে। প্রচারে কোন মাঠ ফাঁকা থাকবে, তার তালিকা তৈরি হবে।

বাংলায় বুথ সংখ্যা বৃদ্ধি ৩১.৬৫%। ২০২১এ বাংলায় ভোটকেন্দ্র ১ লক্ষ ১ হাজার ৯১৬। ২০১৬ সালে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৭৭,৪১৩টি। এবার ভোটগ্রহণ কেন্দ্র গ্রাউন্ড ফ্লোরে হবে।

কেরলে ১৪০ আসনে ভোট, পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন , তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট, আসমে ১২৬ আসনে ভোট। বাংলায় ২৯৪টি কেন্দ্রে ভোট। করোনা বিধি মেনে ভোট হবে, জানাল নির্বাচন কমিশন। নিরাপত্তা ও স্বাস্থ্য-সুরক্ষায় জোর কমিশনের। ভোটের সুরক্ষায় রাজ্যে আসছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।