---Advertisement---

বাংলায় ৮দফায় ভোটের জবাব বাংলার মানুষই দেবেন – গলসিতে বললেন শতাব্দী রায়

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসি: গলসি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে আয়োজিত সোমবার রোড শোয়ে জনজোয়ার দেখে অভিনেত্রী তথা সাংসদ শতাব্দি রায় সংবাদমাধ্যমকে বললেন, এত মানুষের সমর্থন দেখে নিশ্চিত যে আরো একবার রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন রোড শো গলসি বাজার থেকে প্রায় চার কিমি রাস্তা বিভিন্ন এলাকা পরিক্রমা করে গলসি কালিমতি বালিকা উচ্চ বিদ্যালযয়ের কাছে এসে শেষ হয়। গলসি, খণ্ডঘোষ, রায়না, সাঁকো, ভুরি সহ সংলগ্ন এলাকা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক জড়ো হয়েছিলেন এদিনের রোড শোয়ে। 

বিজ্ঞাপন
রাজ্যে আট দফায় ভোট প্রসঙ্গে শতাব্দি বলেন, গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত। দফা বাড়িয়ে পরিকল্পনা করে ভোট করা হচ্ছে। দিলীপ ঘোষ বলেছেন তারা ক্ষমতায় এলে দু দফায় ভোট করতো। এর জবাবে শতাব্দী বলেন, যেহেতু বাংলায় তৃণমূল সরকারে আছে তাই পরিকল্পনা করেই ৮ দফায় ভোট করানো হচ্ছে। বাংলার মানুষই এই অন্যায়ের জবাব দেবেন। বক্তব্যের শেষে শতাব্দি রায় বলেন রাজনীতির ময়দানে খেলা হবে। ডার্বি বা আই পি এল এর মতোই এবার ভোটে খেলা হবে।
See also  দুদিনে রেকর্ড, পূর্ব বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৪২, দ্বিতীয় ঢেউয়ে মৃত ২৮
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---