বাড়ি ফেরার পথে খন্ডঘোষে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিকিৎসকের

ফোকাস বেঙ্গল ডেস্ক,খন্ডঘোষ: চেম্বার বন্ধ করে বাড়ি ফেরার জন্য বাস ধরতে রাস্তায় দাড়িয়ে থাকার সময় একটি চারচাকা গাড়ির ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক গ্রামীণ চিকিৎসকের। মৃত ব্যক্তির নাম কৃষ্ণচন্দ্র রায়। বাড়ি খন্ডঘোষ ব্লকের বেরুগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, কৃষ্ণচন্দ্র রায় পেশায় একজন গ্রামীণ চিকিৎসক ছিলেন। খন্ডঘোষের সালুন এলাকায় একটি তার একটি চেম্বার রয়েছে। সেখানেই তিনি দীর্ঘ কুড়ি বছর ধরে রোগী দেখতেন।

মঙ্গলবার সন্ধ্যায় চেম্বার বন্ধ করে বাড়ি ফেরার উদ্যেশ্যে খন্ডঘোষের সালুন বাসস্ট্যান্ডে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময়ই বাঁকুড়া থেকে বর্ধমানগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। স্থানীয় মানুষ ও খণ্ডঘোষ থানার পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকাল রাতে তার মৃত্যু হয়। খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনাস্থল থেকে চারচাকা গাড়িটিকে আটক করে। গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় বেরুগ্রাম এলাকায় নেমে আসে শোকের ছায়া।